Chapter-5, লাভ ও ক্ষতি

1. একটি পেন 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে লাভের শতকরা হার হবে

 
 
 
 

2. কোনাে দ্রব্যের লিখিত মূল্য 150 টাকা এবং ক্রয়মূল্য100 টাকা। কোনাে ব্যবসায়ী লিখিত মুল্যের উপর পরপর 10% ও 20% ছাড় দিলেন। তার লাভ হবে

 
 
 
 

3. কোনাে দ্রব্য বিক্রিয়ের ধার্য মূল্য ৪00 টাকা এবং ক্রয়মূল্য 600 টাকা। কোনাে ব্যবসায়ী দ্রব্যটি পরপর দুবার 20% হারে ছাড় দিয়ে বিক্রয় করলে তার

 
 
 
 

4. 20টাকায় 3টি দরে কমলালেবু কিনে 30 টাকায় 2টি দরে ব্ক্রিয় করলে মােটি 300 টাকা লাভ হয়।তিনি যতগুলি কমলালেবু কিনেছিলেন সেই সংখ্যা হল নিম্নলিখিত যে-কোনাে একটি-

 
 
 
 

5. কোনাে দ্রব্যের বিক্রয়মূল্যের ওপর x% লাভ হলে, ক্রয়মূল্যের ওপর লাভের শতকরা হার হবে

 
 
 
 

6. ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত 3 : 4 হলে, লাভ হবে

 
 
 
 

7. যদি কোনাে দ্রব্য বিক্রয় করে 25/4% লাভ হয়, তবে লাভ এবং বিক্রয়মুলে্যের অনুপাত হবে-

 
 
 
 

8. 270 টাকায় কোনাে দ্রব্য বিক্রয় করে 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য হবে-

 
 
 
 

9. এক দোকানদার 3টি পুতুল 10 টাকা দরে কিনে 5টি পুতুল 20 টাকা দরে বিক্রয় করলেন। 100 টাকা লাভ করতে হলে যতগুলি পুতুল বিক্রয় করতে হবে, তা হল

 
 
 
 

10. এক ব্যক্তি x টাকায় কোনাে দ্রব্য কিনে 750 টাকায় বিক্রি করে 25% লাভ করেন। নিম্নলিখিত কোনটি x-এর মান নির্দেশ করে?-

 
 
 
 

Question 1 of 10